Home কবিতা যক্ষের ধন

যক্ষের ধন

405
0
ইচ্ছে করে ডাইসেক্ট করি তোমাকে
না না তোমাকে নয়, তোমার ভাবনাকে
খুন চেপে গেছে তোমার মাথায়
ব্যর্থ প্রথম প্রেমের অব্যক্ত ব্যথায়
অন্তর জ্বলে তোমার প্রতিশোধ স্পৃহায়
দেহ-মন তৈরী অন্তর্জলী যাত্রায়
শখ হয় টুকরো টুকরো করে ছিড়ে ফেলি
সব ভাবনা তোমার, আর ব্যথার ডালি
এক হাতে যায় না ভাঙা তোমার পুরোনো বাঁধন
আঁকড়ে রেখেছো তুমি তোমার যক্ষের ধন
কে আলগা করবে এ বাঁধন, নিঃশ্বাসে বিষ
তোমার, দুপায়ে তাই ঠেলেছো আশীষ
আমি ব্যর্থ হই, সময়ের পিঠে সময় চেপে
বেড়ায়, আমি শুধু চলি দুঃখের বোঝা মেপে
Previous articleস্বপ্নের উপত্যকায় by দোলা গুপ্তা
Next articleগোপন বাক্স