Home কবিতা অভিমান

অভিমান

351
0

দেশ তো তোমার সঙ্গে করেছে খুনসুটি
ট্রেন চলে গেছে, লাইনে পড়ে আছে লাশ আর পোড়া রুটি।
কাজ নেই,দুবেলা দুমুঠো ভাত নেই,কে দায়ী!
চলে গেছ ভিনদেশে কাজ খুঁজে, তোমরা পরিযায়ী।

শ্রম যে দেয় সেই শুধু বোঝে,আর তার ঘাম
দেশ শুধু মাথা গোনে,ভোটে তার একমাত্র দাম।
জীবন যাপন করে যারা, পেটে নিয়ে ক্ষুধা
তারাই কেবল জানে, রাষ্ট্রে তার কতটুকু নাগরিক সুবিধা।

অভিযোগ এতটুকু নেই কিন্তু অভিমান একরাশ হয়
যখন জানতে পারে কি কি পাওয়ার ছিল, কি কি নয়।

Previous articleসোনার পৈতা
Next articleস্বপ্নের উপত্যকায় by দোলা গুপ্তা