Home কবিতা সিগারেট যখন প্রশ্ন করবে

সিগারেট যখন প্রশ্ন করবে

406
0

সিগারেট যখন প্রশ্ন করবে

রণজিৎ বালা

সিগারেট যখন প্রশ্ন করবে
কেন পোড়াচ্ছিস?
আমাকে নয় নিজেকে।
চোখের পাতায় ক্লান্ত, বিভোর
ঘুম বিরক্ত হয়ে আনাগোনা করছে
রুখে দাঁড়াবে হয়তো।
মিথ্যে ভাষণে কান মগ্ন
হাত দুটো অবস,
কলম ধরার বৃথাই প্রয়াস
ঠোঁট থেতলে গেছে কথাদের ভিড়ে,
আমি আমারই আছি
ভেসে যায়নি গুজবে।

Previous articleগোপন বাক্স
Love to read