Home কবিতা তারারাও কথা বলে

তারারাও কথা বলে

313
0
পাশ ফেল দিয়ে শুরু হওয়া জীবন
মাঝপথে চাকরী আর প্রমোশন
আর ছিল যুদ্ধ যুদ্ধ খেলা
শোন রাম সিং, পৃথিবী বড্ড কৃপন!
মল্লিকা, তোমার দেশলাই বাড়ির ছাদে এসে দাঁড়াও
দেখো তারাদের জড়িয়ে আকাশের শীত কাঁপন
জোনাক খুঁজতে খুঁজতে উপরে তাকাও নি তুমি
কিছু খুচরো পয়সাকে ভেবেছিলে ঝুমঝুমি।
তারারাও কথা বলে….
শুনিইনি কখনো!
তুমি, আমি, কেউ না, কেউ শুনে না।
রাম সিং ঝোলা কাঁধে দাঁড়িয়ে থাকে,
দেবে নেবে, দেবে নেবে, লেনদেন বিড়ি ফুঁকে!
তারারাও কথা বলে….
মল্লিকা, কান পেতে শোনো!
Next articleভাত আছে?