Home কবিতা ভাত আছে?

ভাত আছে?

458
1
A bowl of plain basmati rice
প্রশ্নটা কেমন অবান্তর হয়ে গেল…
ধর্ম আছে, জাতপাত আছে
লোকে বেশ ভালো আছে জাতপাতে
শুধু ভাত নেই পাতে।
ভাত আছে মা?
দুটো ভাত দিবি যামিনীকে?
প্রশ্নটা বুকে আজও প্রতিধ্বনি তোলে
ভাত আছে?
ভাত আছে?
বড্ড অবান্তর মনে হয় আজকাল যদিও।
তোর বড় দুঃখ ছিল…
নিজের জন্য ভাত চাই নি বলে
আজও চাই না,
তবুও কেমন আটকে আছি
মাশলোর পিরামিডের নীচের ধাপে!
গোকুল পিঠের পরন্ত বিকেলের স্বপ্ন দেখে মন
হাসিমাখা মুখে মল্লিকার হাতে কাঁপা লণ্ঠন!
ঘরে ফিরে হৃদয়ের কুঠরীতে পায়রাগুলো,
সন্ধ্যাতারা হাসে যেন গল্পের লালু-ভুলু!
Previous articleতারারাও কথা বলে
Next articleদিন যে গেছে