Home কবিতা দিন যে গেছে

দিন যে গেছে

354
0

দিন যে গেছে

পীযূষ প্রতিহার
দিন মুড়ি দেয় অন্ধকার রাতের চাদরে
শীত শীত বাতাসের প্রথম আদরে
আমার ফিরে পাওয়া সেই ছেলেবেলা
উত্তাল ঢেউয়ের মতো প্রানময় খেলাবেলা
আজও বড় ফিরে পেতে সাধ হয়
সময়ঘড়ির নিয়মানুবর্তিতা মানতে পারিনা
তবুও তো এখন আর মা-বাবার বকুনির ভয় নেই
শরীরের বাধার কাছে ওসবের মানে নেই
সঙ্গীও নেই, সাহস নেই, সাধ‍্য নেই, মন আছে
আর সবই গেছে…

Previous articleভাত আছে?
Next articleব্রেন ডেথ